শঙ্কা উপেক্ষা করে পাক-ভারত সীমান্তবাসীদের লড়াইয়ের প্রস্তুতি

সীমান্তরেখা, ভারত-পাকিস্তানের পতাকা
সীমান্তরেখা, ভারত-পাকিস্তানের পতাকা | ছবি: সংগৃহীত
0

পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তানের পাল্টা-পাল্টি পদক্ষেপে উত্তেজনার পারদ তুঙ্গে। যুদ্ধের শঙ্কা প্রকোট হওয়ায় ভারতীয় সীমান্তের কাছে থাকা পাকিস্তানের গ্রামগুলোর বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। অন্যদিকে, চলমান সংঘাতময় পরিস্থিতিতে মোটেও ভীত নন বলে জানিয়েছেন পাকিস্তান সীমান্ত লাগোয়া ভারতীয় গ্রামবাসী। যুদ্ধ কারোরই কাম্য নয়, তবে সত্যিই যদি সংঘাত বাধে, সেক্ষেত্রে উভয় দেশের বাসিন্দারাই নিজ নিজ দেশের সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে অংশ নিতে চান।

অত্যাধুনিক মারণাস্ত্রের মহড়া চালিয়ে একে অপরকে যুদ্ধ সক্ষমতার জানান দিচ্ছে ভারত-পাকিস্তান।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনায় পরাশক্তিধর দু'দেশের মধ্যে তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। বেশ কয়েকদিন ধরে উভয়পক্ষের সেনাদের মধ্যেও চলছে গোলাগুলি।

এ অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় ভারত-পাকিস্তান সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা। বাড়ি থেকে মাত্র ৩০০ গজ দূরে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার বাস্তব চিত্রের কথা তুলে ধরেছেন পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রামের বাসিন্দারা।

তারা জানান, সীমান্তে গোলাগুলির ঘটনায় তাদের ছোটা-ছুটির ইতিহাস কয়েক দশকের পুরোনো। তবে এখন নিজেদের জীবন, ফসলি জমি আর গবাদি পশু নিয়ে শঙ্কিত তারা। তাই নতুন করে যুদ্ধ না বাধুক, এমনটাই প্রত্যাশা তাদের।

বাসিন্দাদের একজন বলেন, ‘আমরা ৬০-৭০ বছর ধরে এর সাথে বসবাস করছি, আশা করছি পরিস্থিতি আরো ভালো হবে। তবে পরিস্থিতি ভালো হচ্ছে না এবং ভালো হবেও না বলে মনে হচ্ছে।’

আরো পড়ুন:

আরেকজন বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। আমরা চাই মানুষ একে অপরকে বুঝুক এবং একসাথে শান্তিতে বসবাস করুক। যুদ্ধের চিন্তাভাবনা তাদের মনে না আসুক। যুদ্ধ হলেও সাধারণ মানুষ যেন নির্যাতিত না হয়।’

এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে থাকা অনেক ভারতীয় গ্রামবাসী অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন। তবে তা খুবই চ্যালেঞ্জিং হবে বলে মনে করছেন তারা।

বাসিন্দাদের আরেকজন বলেন, ‘সরকার নির্দেশ দিলে আমাদের গ্রাম খালি করতে হবে। এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাদের গবাদি পশুগুলো মারা যেতে পারে।’

রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী গ্রামের অনেকে বলছেন, যুদ্ধ নিয়ে মোটেও ভীত নন তারা। ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চান অঞ্চলটির বাসিন্দারা।

পেহেলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দোষারোপ করে ভারত উত্তেজনার সূত্রপাত করেছে বলে অভিযোগ পাকিস্তানের। দেশটি আগ বাড়িয়ে যুদ্ধে জড়াতে চায়না, তবে নয়াদিল্লি শুরু করলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি ইসলামাবাদের।

এমন উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার (১ মে) সামনে এসেছে পেহেলগামের ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর সংশ্লিষ্টতার গোপন নথি। যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর একদিন পরই হামলার ঘটনায় উল্টো পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত বলে দাবি এনআইএ'র।

সেজু