আজ (বুধবার, ২৩ এপ্রিল) বিকেলে গাইবান্ধার ভবানীপুর গ্রাম থেকে পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, জনৈক এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এর আগে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আল আমিন ৭ দিনের রিমান্ডে আছেন।
রোববার (২০ এপ্রিল) প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় বনানী থানায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করেছে তার পরিবার। রোববার ভোরে এ মামলা করা হয়।
বিস্তারিত পড়তে:
পরিবার জানায়, প্রথম দফা ঘটনার পর ঝুঁকি আঁচ করতে পেরে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল পারভেজ। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা এড়িয়ে যায়। এসময় প্রশাসনের কাছে পারভেজ হত্যায় জড়িত ৩ জনের সর্বোচ্চ শাস্তি দাবি করে পরিবার।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে পারভেজের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাত করা হলে তার মৃত্যু হয়।