আইপিএলের বয়স আঠারো বছর আর বৈভব সুরিয়াবংশীর ১৪। অর্থাৎ বয়সে আইপিএলের চেয়েও ছোট বৈভব আইপিএল অভিষেকেই গড়েছেন তিন তিনটি রেকর্ড।
মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সী বৈভব আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে পেছনে ফেলেছেন ১৬ বছর ১৫৭ দিনে বেঙ্গালুরুর হয়ে অভিষিক্ত হওয়া রয় বর্মণের রেকর্ড।
ইন্ডিয়ান প্রিমিয়িার লিগে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে ছক্কার রেকর্ডের মালিক এখন রাজস্থানের এই বিস্ময়বালক। রেকর্ড গড়ার পথে বৈভব ভেঙেছেন রিয়ান পরাগের ছয় বছর আগের রেকর্ড।
পাশাপাশি অভিষেক ম্যাচে মুখোমুখি হওয়া প্রথম বলেই ছয় মেরে দুঃসাহসী ক্রিকেটারদের তালিকায় নাম লিখিয়েছেন বৈভব সুরিয়াবংশী।





