সুনামগঞ্জের বজ্রপাতে কৃষকের মৃত্যু

0

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঝড়ের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩৫) নোয়াগাঁও গ্রামের জমশেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে হঠাৎ করে শান্তিগঞ্জ উপজেলায় ঝড়ো বাতাস শুরু হলে পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাড়ির পাশে মাঠে চড়ানো গরু আনতে যায় কৃষক দেলোয়ার হোসেন।

এসময় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতের আঘাতে মাঠেই পড়ে যান তিনি। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, 'বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

সেজু