দেশের ৮ বিভাগে দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা

দেশের ৮ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা
দেশের ৮ বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা | Ekhon
0

দেশের ৮ বিভাগের কিছু জায়গায় আজ দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক তথ্যানুযায়ী, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর আগে সকালে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমার পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

অন্যদিকে গতকাল (সোমবার, ১৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের টাঙ্গাইলে ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোর ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৪০ মিলিমিটার বা মিমি।

এএইচ