জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা

জামিনে মুক্তি পাওয়া সাবেক এমপিকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা | এখন টিভি
0

জামিনে মুক্তি পাওয়া সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জেলগেট থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। এসময় তাকে মারপিট করা হয়।

আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) রাত আটটার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সিরাজগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। হাইকোর্টের জামিন পেয়ে তিনি জেলহাজত থেকে মুক্তি পান।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির বলেন, 'ছাত্র-জনতা তাকে সদর থানায় হস্তান্তর করেছে।'

এসএস