দক্ষিণ কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন

দক্ষিণ কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন | এখন
0

আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগাম প্রেসিডেন্ট নির্বাচন। গেল সপ্তাহে সামরিক আইন জারির অভিযোগে প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসিত হন ইউন সুক ইওল।

জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পর আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটির মন্ত্রিসভা।

এরইমধ্যে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে আলোচনা করেছে সরকার। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে, প্রেসিডেন্টের পদ শূন্য হওয়ার ৬০ দিনের মধ্যে ভোট গ্রহণের বাধ্যবাধকতা আছে।

বর্তমানে দেশটির অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন হ্যান ডাক সু। টানা তিন মাসেরও বেশি সময় ধরে টালমাটাল পরিস্থিতির পর অবশেষে নির্বাচনের মাধ্যমে নতুন নেতা বেছে নেয়ার সুযোগ পাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনগণ।

ইএ