প্রথম মেয়াদে টিকটক মার্কিন প্রতিষ্ঠানের কাছে বিক্রি না হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধে নির্বাহী আদেশ জারি করেছিলেন ট্রাম্প। আইনি জটিলতায় সে নিষেধাজ্ঞা কার্যকর হয়নি।
গেলো বছর এপ্রিলে টিকটক বিক্রির জন্য চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ২৭০ দিনের সময় বেঁধে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিক্রি না হওয়ায় চলতি বছর ১৯ জানুয়ারি অ্যাপটি গুগল ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে সরিয়েও নেয়া হয়।
পরে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে প্রাথমিকভাবে মার্কিন মালিকানায় টিকটককে নিতে ৭৫ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প, যা শেষ হওয়ার পথে।