নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী | ছবি: এখন টিভি
0

নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলিতে বাসন্তি পূজার অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, 'নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। যত তাড়াতাড়ি নির্বাচন তত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু। সবাই মিলে আমরা গণতন্ত্রের পথে এগুতে পারবো বলেই বিশ্বাস করি। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের আশ্বাসে আশ্বস্ত হতে চাই।'

এসময় নির্বাচন নিয়ে বিএনপি জোট করবে কি না জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন এলেই এ বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে। এখনও এ ব্যাপারে মন্তব্য করার মত অবস্থা হয়নি।'

এর আগে পূজার উৎসবে যোগ দিয়ে আমীর খসরু বলেন, 'বাংলাদেশের সীমানায় যারা বসবাস করেন সবাই বাংলাদেশি। ধর্মের মাধ্যমে তাই কোনো বিভক্তি তৈরি করা যাবে না। ধর্মের দোহাই দিয়ে যারা বিভক্তি করতে চায় তাঁদের কোনো সুযোগ দেয়া হবে না।'

এসএস