চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের ফটিকছড়িতে সংঘর্ষ, আহত ১০ | এখন
0

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষক হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। বাগান বাজারের গার্ডের দোকান এলাকায় আজ (বুধবার, ২ এপ্রিল) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন আগে কৃষক দোলায়েত হোসেন স্থানীয় একটি পক্ষকে বালু তুলতে বাধা দেয়। এসময় বালুখেকোরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনায় বিচাররে দাবিতে আজ এলাকার নারী ও পুরুষরা মানববন্ধন আয়োজন করে। এতে বালু উত্তোলনকারী পক্ষের প্রায় ৩০ জন পরিকল্পিতভাবে হামলা চালায়।

ফটিকছড়ি দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন জানান, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সেজু