আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাস। লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের পর্যটকবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। আহত হন উভয় পরিবহনের অন্তত ৮ যাত্রী।
তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।