চাঁদরাতের আনন্দ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ

দেশে এখন
0

ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে চাঁদরাতের আনন্দ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। আজ (রোববার, ৩০ মার্চ) ঈদের চাঁদ দেখা যাওয়ার পর রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে চাঁদ রাতে ঈদ আনন্দের মিছিলে অংশ নেয় শিশু ও অভিভাবকরা।

এসময় ঈদের খুশি ভাগাভাগি করে নিতে এই ঈদ আনন্দ মিছিল বলে জানায় আয়োজকরা। এসময় শিশুদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। শিল্পকলা একাডেমির থেকে আনন্দ মিছিল কাকরাইল থেকে ঘুরে আবার শিল্পকলায় এসে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয় এবারের ঈদ জুলাই শহিদ পরিবারের সাথে কাটাবে সংগঠনটির সদস্যরা।

এসএস