ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে ছাড়পত্র পেয়েছিলেন গোলরক্ষক রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন। এবার ছাড়পত্র পেলেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন।
৩০ জানুয়ারি নারী ফুটবলে বিদ্রোহ করা ১৮ ফুটবলারের মধ্যে ছিলেন এই চার নারী ফুটবলার। চার জনকেই দলে ভিড়িয়েছে ভুটান প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসি।
আগামী ৬ এপ্রিল তারা ভুটানের উদ্দেশে রওনা দেবেন। এছাড়া মোসাম্মৎ সাগরিকাও পেয়েছেন ভুটান লিগে খেলার প্রস্তাব। খুব দ্রুত ছাড়পত্র পেতে পারেন তিনিও।