এরআগে সকালেই সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরি ঘাটে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনসহ আরো ৫ উপদেষ্টা। সেখানে নাম ফলক উন্মোচন শেষে ফেরিতে করে সন্দ্বীপের উদ্দেশে রওনা দেন তারা।
প্রায় ১ ঘণ্টার যাত্রা শেষে সন্দ্বীপের গুপ্তছড়ায় পৌঁছায় ৬ উপদেষ্টাকে বহনকারী ফেরি। এই সেবার মাধ্যমে সন্দ্বীপের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপদেষ্টারা।
এরপর সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। দুপুরে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।