গাজায় গণহত্যা প্রতিবাদে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন

গাজায় গণহত্যা প্রতিবাদে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলোর মানববন্ধন | এখন টিভি
0

ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ (শনিবার, ২২ মার্চ) সকালে শহরের প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক সংগঠনগুলো এই মানববন্ধন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সানোয়ার আলম দুলু, যশোর উদীচীর সভাপতি আমিনুর রহমান হিরু, শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা জানান, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলের যে বর্বর হামলা চালিয়েছে তা তাদের কাপুরুষোচিত মনোভাবের প্রকাশ ঘটিয়েছে।

এসময় মুসলিম রাষ্ট্রপ্রধানদের বিশেষত আরব রাষ্ট্রগুলোর নীরব দর্শকের ভূমিকাকে কঠোর সমালোচনা করেন বক্তারা।

এসএস