বিবৃতিতে মির্জা ফখরুল জানান, মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিলো। কতটা ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে জগতের মায়া ছেড়ে আমাদের লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে তা ভাষায় অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।
আরো পড়ুন: সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেয়া হলো নির্যাতিত শিশুর মরদেহ, জানাজা সম্পন্ন
বিদেহী আত্মা ও পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমি তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি, তারা এই শোক কাটিয়ে উঠুন।’
ধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তি চেয়ে এ সময় বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’