পহেলা এপ্রিলকে পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে শুক্রবার থেকে।
এদিন সকাল ৮টা থেকে মিলবে রেলের পশ্চিমাঞ্চলের টিকিট। আর পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর ২টা থেকে। ১৪ থেকে ২০ মার্চ যথাক্রমে ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাওয়া যাবে।
এছাড়া ফিরতি যাত্রার আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ২৪ মার্চ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।