একাধিক হজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করে বলেছে, ওমরাহ ভিসার সংকটে রমজান মাসে এজেন্সিগুলোতে চলছে হাহাকার। প্রতিদিনই বাতিল হচ্ছে শত শত টিকিট। যাত্রীর অভাবে আসন খালি রেখেই পরিচালনা করতে হচ্ছে নিয়মিত ফ্লাইট।
এদিকে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসা কমিয়ে দেয়ার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। মক্কায় ভিড় কমানো ও স্থান সংকুলান না হওয়ায় ভিসা ইস্যু কমিয়ে দেযা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
গত ৪ মার্চ থেকে সৌদির নুসুক সিস্টেমে ওমরাহ যাত্রীদের ভিসা মিলছে না।