তাদের দাবি, হাজার হাজার ইউক্রেনীয় সেনাকে কোণঠাসা করেছে রুশ সেনারা। আগস্টে কুরস্কের ১৩শ' স্কয়ার কিলোমিটার এলাকা দখলে নিয়েছিল কিয়েভ।
ফেব্রুয়ারি নাগাদ ৮০০ স্কয়ার কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে মস্কো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন বেড়েছে।
এরমধ্যে আজ (সোমবার, ১০ মার্চ) ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরবে বৈঠক হবে ইউক্রেনীয় আর মার্কিন প্রতিনিধিদের মধ্যে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।