চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় পায় গোপীবাগ। বিকেএসপির তিন নাম্বার মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ২৪ রানে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩৩২ রানের পুঁজি পায় ধানমন্ডি।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ৩০৮ রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ। আর মিরপুরে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ম্যাচে ৪৬. ২ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।