রমজানে সারাদেশের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম

0

রমজানকে কেন্দ্র করে বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। চাল, ডাল, চিনি, ছোলাসহ বেশিরভাগ পণ্যের দামই চড়া। এদিকে, সরকারি নানা উদ্যোগের পরও বাজারে কাটছে না তেলের সংকট। দামের লাগাম টানতে নিয়মিত বাজার তদারকির বিকল্প নেই বলছেন ভোক্তার।

শীত মৌসুম শেষ হওয়ায় গাজীপুরের বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে কেজিপ্রতি ১০-২০ টাকা বেড়েছে শিম, ফুলকপিসহ বেশ কিছু সবজির দাম। প্রতি পিস ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা, শিম ৮০ টাকা, মরিচ ৭০ থেকে ৮০ এবং বেগুন বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে।

রমজানকে কেন্দ্র করে ময়মনসিংহে বেড়েছে মসলাপণ্যের দাম। যার মধ্যে উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে এলাচের। বিক্রি হচ্ছে চার হাজার ৮শ' থেকে পাঁচ হাজার ২শ' টাকায়। এছাড়া জিরা, লং, দারুচিনির দামও কিছুটা বাড়তি। এছাড়া ছোলা কেজিপ্রতি ১০০ টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।

সরবরাহ স্বাভাবিক থাকলেও বগুড়ার বাজারে বাড়তি মাছ মাংসের দাম। বগুড়ার বাজারে প্রতিকেজি গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে যথাক্রমে ৭৫০ ও ১১০০ টাকায়। ১ থেকে ২ কেজির রুই মাছ বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ শ টাকায়। তবে, এর তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে কাঁচা বাজারে।

এদিকে, সিলেটে সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে মাছের দাম। দেশি মাছের আমদানি কম থাকায় কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন রমজানের মাঝামাঝি সময়ে মাছের দাম কমতে পারে।

বাজার নিয়ন্ত্রণে রাখতে কার্যকর মনিটরিংয়ের দাবি জানান ভোক্তারা।

ইএ