রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুনে ৪ জনের মৃত্যু

রাজধানীর ভাটারায় আবাসিক হোটেলে আগুন | এখন টিভি
0

রাজধানীর শাহজাদপুরের ভাটারায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৩ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় এ আগুন লেগেছিল।

জানা গেছে, শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজনের মৃত্যু হয়েছে। তবে কারো নাম বা পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের দু'টি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায় নি। আগুনের ঘটনায় ভাটারা ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এসএস