ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহণের একটি বাসে সাথে নান্দিনাগমী একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। স্থানীয়রা অটোরিকশা চালক ও যাত্রীদের গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক আবুল কাসেমকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুত্বর আহত তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘাতক বাসটিকে আটক ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে দুপুরে পৌর শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় সড়ক অবরোধ করে বাস মালিক, চালক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, বাসের সাথে অটোরিকশা ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে, আহতদের পরিচয় পাওয়া যায়নি। পরে স্থানীয়রা বাসে অগ্নিসংযোগ করে এবং এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





