অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানামুখী ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

রাজনীতি
0

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানামুখী ষড়যন্ত্র চলছে, গণতন্ত্রকে শক্তিশালী করতে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের জেএমসেন হলে আয়োজিত জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলেন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

দুপুর থেকে সম্মেলন ঘিরে জেএমসেন হলে আসতে শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। এতে আরও অংশ নেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বক্তব্যে উঠে আসে সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া, জাতীয় নির্বাচনসহ বেশ কিছু ইস্যু।

পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। একটি নিরাপদ বাংলাদেশ গড়তে আগামীর জাতীয় নির্বাচন একটি বিরাট সুযোগ। আগামীর নির্বাচন পুরো দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'

সবার নিরাপত্তা নিশ্চিতে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও জানান তিনি।

এসএস