২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা কাল, প্রস্তুত সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ

0

২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। বৃহস্পতিবার সকাল থেকে সভায় অংশগ্রহণ করবেন ৪ হাজার নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন এটি নেতাকর্মীদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দলের কার্যক্রমকে গতিশীল করবে। ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে সভায় আলোচনা হবে বলে জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দীর্ঘ ২৮ বছর পর বিএনপির বর্ধিত সভা। তাতে বিএনপির নেতাকর্মীদের জন্য বাড়তি আয়োজন। বৃহস্পতিবারের সভাকে ঘিরে বিস্তৃত হচ্ছে সভাস্থল। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষমুহূর্তের তোড়জোড়। কেন্দ্রীয় নেতারা বলছেন তৃণমূলের সাথে সম্পর্ক দৃঢ় করবে এই সভা।

নেতাকর্মীদের একজন বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সকল নেতাকর্মীরা এই মিলন মেলার মাধ্যমে আমরা আগামী দিনে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবো।’

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবেরা অংশ নেবেন। সব মিলিয়ে ৪ হাজার নেতৃবৃন্দ থাকার কথা রয়েছে। উদ্বোধনী বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরি এ্যানি বলেন, ‘প্রায় ৪ হাজার নেতৃবৃন্দ আমাদের এই সভায় উপস্থিত হবেন। সেখানে তাদের আলাপ - আলোচনা। তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধনী বক্তব্য দিবেন যা আমাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকাল ১০টা থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা। ঐক্য রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনা হবে এ সভায়।

তিনি বলেন, ‘আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। তারা নানাভাবে ষড়যন্ত্র করছে।’

ইএ