ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ চালকের মৃত্যু

এখন জনপদে
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক কাইয়ুম মোল্লা (৩৫) নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম মোল্লা সিংগাইর উপজেলার চর ভাকুম এলাকার আব্দুল মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, মানিকগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক কাইয়ুম মোল্লা ঘটনাস্থলেই নিহত হন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার পর। পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল আর ট্রাকটি মানিকগঞ্জের দিকে আসছিল। সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই মারা যান এবং ট্রাক চালক দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ইএ