চ্যাম্পিয়নস ট্রফি: ওয়াসিম জাফর-শেন বন্ডের মুখে বাংলাদেশের ব্যর্থতার কারণ

0

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়ার পর বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজে বের করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর ও সাবেক কিউই পেসার শেন বন্ড।

ওয়াসিম জাফর অবশ্য আলাদা করে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ব্যর্থতাকে বড় করে দেখছেন।

বিশ্বমঞ্চে আরো একবার অসহায় আত্নসমর্পণ বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচেই ব্যাটারদের সাদামাটা পারফরম্যান্সে মিললো পরাজয়ের গ্লানি। টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলো লাল-সবুজরা।

কিউইদের বিপক্ষে বাংলাদেশের দারুন শুরুর পরও ব্যাটারদের বিপর্যয়। অধিনায়ক নাজমুল শান্তর ধীরগতির ৭৭ রান আর শেষ দিকে জাকের আলির ৪৫ ছাড়া বলার মতো পারফর্ম করতে পারেননি আর কোন ব্যাটার।

তাওহিদ হৃদয়, মুশফিক, মাহমুদউল্লাহরা সবাই ছিলেন ব্যর্থ। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে আড়াইশোর নিচে গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে আইসিসি ইভেন্টে সাকিব ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি এমনটাই অভিমত সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফরের। সিনিয়র ক্রিকেটার মুশফিক ও মাহমুদুল্লাহ নিষ্প্রভ থাকাকে হারের অন্যতম কারণ মানছেন তিনি। বাজে শট খেলে দলকে খাদের কিনারায় ফেলে দেওয়ায় দায় দিলেন দুই সিনিয়র ক্যাম্পেইনারকে।

ওয়াসিম জাফর বলেন, ‘আমরা শুধু ২০১৯ বিশ্বকাপে সাকিবকে অসাধারণ পারফরম করতে দেখেছি। আমি জানি না এটা কি চাপের কারণে হয়, নাকি তারা নিজেরাই বেশি চাপ নিয়ে ফেলে! তারা ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারে না। আজ আমরা যে শট নির্বাচন দেখেছি, তা খুবই হতাশাজনক। মুশফিক যে শটটি খেলেছে, মাহমুদউল্লাহ যে বেপরোয়া শটটি খেলেছে, এই ম্যাচটা তো তাদের জিততেই হতো। এই ধরনের ম্যাচে তারা দায়িত্ব নেবে এবং নিজেদের প্রমাণ করবে, সেটাই প্রত্যাশিত। দুঃখজনকভাবে, আইসিসি টুর্নামেন্টগুলোতে তাদের গল্প একই রকম থেকে যাচ্ছে।’

বল হাতে বাংলাদেশ শুরুতে সাফল্য পেলেও স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না থাকায় মাত্র একটি বড় পার্টনারশিপেই ম্যাচ জিতে নেয় কিউইরা।

বাংলাদেশের বোলিং পারফরম্যান্সে খুশি সাবেক কিউই পেসার শেন বন্ড। তাঁর চোখে বাংলাদেশের সমস্যা ব্যাটিংয়ে। নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দলে বাঁহাতি পেসার না থাকলেও বাংলাদেশের বোলিং আক্রমণে মোস্তাফিজের থাকাকে বিশেষ কিছু মনে করেন বন্ড।

শেন বন্ড বলেন, ‘বাংলাদেশ সুযোগ হাতছাড়া করেছে। এই ধরনের ম্যাচে সূক্ষ্ম ভুলগুলোই বড় পার্থক্য গড়ে দেয়। রান-আউটের সুযোগ মিস করা কিংবা ক্যাচ ফেলে দেওয়া এগুলোই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। যদি তারা সুযোগগুলো কাজে লাগাত, তাহলে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যেতে পারত। তাদের বোলিং আক্রমণ নিয়ে কাজ করার অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে তাদের ব্যাটিংটাই মূল সমস্যা।’

টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। আগামী ২৭ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে দুই দল।

এএম