জ্যাকব বেথেলের ইনজুরিতে সমস্যা আরো বেড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সল্ট আর বেন ডাকেট ওপেন করবেন। প্রথমবার তিনে ব্যাট করবেন জেমি স্মিথ।
একইসঙ্গে উইকেটকিপারের দায়িত্বটাও সামলাবেন তিনি। জো রুটকে ব্যাট করতে হবে চারে। আর জশ বাটলার আর লিভিংস্টোনকে খেলতে হবে পরের পজিশনে। তবে এই একাদশে বোলিং অ্যাটাকও ঠিকঠাক হচ্ছে না ইংলিশদের।
দুই পার্টটাইমার রুট আর লিভিংস্টোনকে তাই হাত ঘুরাতে হবে অন্তত দশ ওভার। অন্যদিকে ভালো ছন্দে আছে অজিরা।
ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, লেবুশেইনরা ব্যাট হাতে দারুণ ফর্মে। তবে কামিন্স-স্টার্কদের অভাব ভোগাতে পারে তাদেরকেও।