ম্যান সিটিকে হারিয়ে পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ

0

ম্যান সিটিকে দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে হারিয়ে পরের রাউন্ডে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে পিএসভির কাছে ৩-১ গোলে হেরে বিদায় নিয়েছে য়্যুভেন্তাস।

চতুর্থ মিনিটে প্রথম শট নিয়েই জালের দেখা পায় রিয়াল। বুদ্ধিদীপ্ত শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন এমবাপ্পে। ৩৩ মিনিটে রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে দারুণ ডজে ভার্দিওলকে এড়িয়ে জোরালো শটে বল জালে জড়ান এমবাপ্পে।

২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। ৬১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে একটু জায়গা করে নিয়ে আড়াআড়ি শটি জাল খুঁজে নেন তিনি। ম্যাচের অন্তিম সময়ে সিটির হয়ে একটি গোল শোধ করেন গনজালেস।

রাতের অপর ম্যাচে ব্রেস্টকে ৭-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ১০-০ অগ্রগামিতায় পরের রাউন্ডে পিএসজি।

আরেক ম্যাচে য়্যুভেন্তাসকে ৩-১ গোলে হারিয়ে এগ্রিগেটে ৪-৩ ব্যবধানে জিতে প্লে অফে পিএসভি আইন্দহভেন।

এসএস