লাখাইয়ে ধলেশ্বরী খাঞ্জা বিলের দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

0

হবিগঞ্জের লাখাইয়ে ধলেশ্বরী খাঞ্জা বিলের তৃতীয় অংশের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে লাখাই উপজেলার শিবপুর ও সন্তোষপুর গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বজন গ্রামের জনকল্যাণ সমবায় সমিতি এবং আনন্দময়ি মৎস্য সমিতির মধ্যে ধলেশ্বরী বিল দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। রোববার দুপুরের দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রসঙ্গত, এর আগে ৮ জানুয়ারি খাঞ্জা বিল দখল নিয়ে রাতের আধারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় অন্তত শতাধিক লোকজন আহত হন।

এএইচ