অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
ড. আ ফ ম খালিদ হোসেন তিনি বলেন, ‘হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার চেয়ে বেশি নেয়ার সুযোগ নেই। এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে শুনানি করা হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।’
তিনি বলেন, এবার এক হাজারের নীচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না, আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২ হাজার হাজী পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।