পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

ক্রিকেট
এখন মাঠে
0

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে বহুজাতিক টুর্নামেন্টে নিজেদের ২০ বছরের ট্রফি খরা কাটালো কিউইরা।

করাচীতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ওপেনার ফখর জামানের দ্রুত বিদায়ের পর বাবর আজমও ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা চল্লিশোর্ধ্ব রানে প্রাথমিক ধাক্কা সামাল দেন।

শেষদিকে তায়িব তাহির, ফাহিম আশরাফ, নাসিম শাহদের ব্যাটে চড়ে অল আউট হবার আগে ২৪২ পর্যন্ত পৌঁছায় পাকিস্তানের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইল ইয়াংকে হারালেও উইলিয়ামসন ও ডেভন কনওয় বিপর্যয় সামাল দেন। তাদের বিদায়ের পর ড্যারিল মিচেল ও টম লাথামের জোড়া ফিফটি ব্ল্যাক ক্যাপদের বড় জয়ের ভিত গড়ে দেয়।

ইএ