আজ রিয়ালের মুখোমুখি হবে ম্যান সিটি

0

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের মুখোমুখি হবে ম্যান সিটি। নতুন নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের আগে গার্দিওলার ভাবনায় এখন রিয়ালের আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোদের নিয়ে গড়া রিয়াল মাদ্রিদ আছে দারুণ ছন্দে।

তাদের আটকে রাখতে কঠিন পরীক্ষা দিতে হবে সিটি ডিফেন্ডারদের। দু দলের মুখোমুখি লড়াইয়ে সিটির ৪ জয়ের বিপরীতে রিয়ালের জয় ৩ টিতে।

ইউরোপ সেরার মঞ্চে গত তিন মৌসুমেই নকআউট পর্বে মুখোমুখি হয়েছে দুই দল। গেলবার কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতার পর টাইব্রেকারে জিতে সেমি-ফাইনালে ওঠে রিয়াল।

পরে জিতে নেয় রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ইএ