'চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে আগের প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে'

0

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

সকালে নগরীর আগ্রাবাদ ব্যাংক কলোনি খালের চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কার্যক্রম পরির্দশন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। জলাবদ্ধতা নিরসনে বিগত সরকারের আমলে নেয়া প্রকল্পে অনেক অনিয়ম হয়েছে যা খতিয়ে দেখা হচ্ছে।’

চসিক মেয়র জানান, খাল খনন, জলাবদ্ধতা প্রকল্পের কাজ সিটি করপোরেশনের হলেও বিগত সরকার বড় এ প্রকল্পটি সিডিএকে দেয়, যার ফলে এ প্রকল্প থেকে এখনো কোনো সুফল পায়নি নগরবাসী।

প্রায় ১৪ হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চলমান কাজ মনিটরিং এ সম্প্রতি চার উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইএ