ইতালিতে আয়-রোজগারের সুযোগ কাজে লাগানোর প্রত্যাশায় বহু বাংলাদেশি

.
প্রবাস
0

২০২৫ সালে এক লাখ ৭৪ হাজারের বেশি আগ্রহী ইতালি যাওয়ার সুযোগ কাজে লাগাতে চলতি মাসেই তিনটি ক্লিক ডেতে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে ৫ ও ৭ ফেব্রুয়ারি দুটি ক্লিক ডেতে আবেদন জমা পড়েছে এক লাখের ওপরে। ইউরোপের দেশটিতে পাড়ি জমানোর প্রত্যাশার সারিতে আছেন বহু বাংলাদেশিও।

শ্রমিক ঘাটতি মেটাতে ২০২৫ সালে ১ লাখ ৮০ হাজারের বেশি বিদেশি কর্মী নেয়ার পথে হাঁটছে ইতালি। এই প্রক্রিয়ায় গেল বছরের নভেম্বরে আবেদন করা এক লাখ ৭৪ হাজারের বেশি আগ্রহীর তিনটি ক্লিক ডে চলতি মাসেই।

এরইমধ্যে বি-টোয়েন্টি টোয়েন্টি ফর্মের বিভিন্ন ক্যাটাগরিতে স্থায়ী কর্মী হতে ৫ ফেব্রুয়ারি হওয়া প্রথম ক্লিক ডে'তে আবেদন জমা পড়েছে ৫৭ হাজার ৮১২টি। নিয়োগের অনুমতি নেয়ার দ্বিতীয় ক্লিক ডে' ৭ ফেব্রুয়ারি আবেদনের আওতায় ছিলেন অন্তত ৪৪ হাজার ৮০৯ জন আগ্রহী। পারিবারিক ও সামাজিক-স্বাস্থ্যসেবা খাতে এসব আবেদন জমা হয়।

১০ হাজারের বেশি আগ্রহীর জন্য রাখা হয়েছে অতিরিক্ত বরাদ্দ। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে কৃষি ও পর্যটন-হোটেল সেক্টরে মৌসুমি কর্মীর জন্য ৬১ হাজার ৪৩২টি আবেদন জমার কথা রয়েছে। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে আয়-রোজগারের সুবর্ণ সুযোগ কাজে লাগানোর প্রত্যাশায় বহু বাংলাদেশি।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে ৪ লাখের বেশি বিদেশি জনশক্তি নেয়ার লক্ষ্যমাত্রার আওতায় চলছে এই প্রক্রিয়া। তবে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম থাকায় কিছুটা দুশ্চিন্তার কারণ বাংলাদেশি, পাকিস্তানি ও শ্রীলঙ্কান আগ্রহীদের জন্য।

মূলত দালালের খপ্পরে পড়ে ২০২৩-২৪ সালে ইতালিতে গিয়ে ইউরোপের অন্য দেশে পাড়ি জমানোর কারণ দেখিয়ে বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নিয়ে আসে ইতালি।

এএইচ