আর মাত্র ১ দিন পরই সান্তোসের হয়ে দ্বিতীয় পর্ব শুরু করবেন ব্রাজিলিয়ান ফরোওয়ার্ড। বৃহস্পতিবার ভোরে বোটাফোগোর বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে তার।
তবে এর আগে নিজের প্রথম অনুশীলনে প্র্যাকটিস গ্রাউন্ডে হেলিকপ্টার এনে আলোচনায় এসেছেন নেইমার। মূলত সান্তোস শহরে এখন পর্যন্ত বাসা না থাকায় রিও ডি জেনিরো থেকে আকাশপথে যাতায়াত করছেন তিনি।
থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত এভাবেই নিজের অনুশীলন চালাবেন বলে খবর উঠেছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোতে। আর নেইমারের ব্যবহৃত বিমানটির বাজারমূল্য প্রায় ৫ কোটি রিয়াল, বাংলাদেশি টাকায় যার মান দাঁড়ায় ১০৩ কোটি টাকার বেশি।