নেত্রকোণায় পৌর আ.লীগের সভাপতিসহ ৩১ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

0

নেত্রকোণার দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সালামসহ ৩১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ (রোববার, ২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় দেন।

আদালত সূত্রে, ২০২৩ সালের ২৬শে মার্চ পৌর শহরের কাচারি মোড়ে বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২রা নভেম্বর আবু সিদ্দিক রুকু বাদী হয়ে আওয়ামী লীগের নেত্রকোণা ১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহিসহ ৪৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো আড়াইশো জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলায় মোট ২১ নেতাকর্মী রোববার দুপুরে জামিন চেয়ে আদালতে হাজিরা দিতে আসলে আদালত মোট ১৭ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়াও অসুস্থতা বিবেচনায় বিরিশিরি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহুল সহ চারজনের জামিন মঞ্জুর করেন। একই সাথে আরো কয়েকটি মিস কেস মামলায় আরো ১৪ জনের জামির নামঞ্জুর করে আদালত।

এই নিয়ে মোট ৩৫ জন নেতাকর্মীর মধ্যে ৩১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়। কারাগারে প্রেরণের আদেশপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, চন্ডিগড় ইউনিয়ন চেয়ারম্যান এমদাদুল হক আলম , কাকৈরগড়া ইউনিয়ন চেয়ারম্যান শিব্বির তালুকদার বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল হক সানি সহ আরো ২৬ জন আওয়ামী লীগের নেতাকর্মী।

এএইচ