আজ (রোববার, ২৬ জানুয়ারি) শুনানি শেষে এই পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। শুনানিতে হারুন অর রশিদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যার পরিকল্পনা, হেলিকপ্টার থেকে গুলি, বাহিনীর সদস্যদের অপরাধ থেকে বিরত না রাখার ব্যর্থতাসহ নানা অপরাধ তুলে ধরা হয়।
সেখানে র্যাবের সাবেক ডিজি নির্দেশদাতা হিসেবে ছিলেন বলেও তুলে ধরা হয়। পরে শুনানি শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
সেই সাথে জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত এস আই আবদুল মালেককে ৩০ জানুয়ারি ও কনস্টেবল মুকুলকে ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।