এখন জনপদে
0

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নরসিংদীর ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ (রোববার, ২৬ জানুয়ারি) সকাল ১০ টায় ঘোড়াশাল পলাশ থানাধীন সাদ্দাম মার্কেটে এই অভিযান পরিচালনা করে তারা।

প্রাথমিক পর্যায় ১০ একর জমিতে ৩শ' অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানায় বিআইডব্লিউটিএ। এর এই অভিযান বিকেল ৫ টা পর্যন্ত অব্যাহত থাকবে।

এরপর আগামীকাল পুনরায় আবারও অভিযান শুরু কথা জানায় বিআইডব্লিউটিএয়ের পরিচালক এ কে এম আরিফউদ্দুন।

এসময় তিনি আরো বলেন, 'পর্যাক্রমে দেশব্যাপী নদীর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।'

পাশাপাশি নদী রক্ষায় সকলকে এগিয়ে আশারও আহ্বান জানান তিনি।

এদিকে, নদীর জায়গায় যাদের স্থাপনা ছিল তারা দাবি করেছেন, স্থাপনা উচ্ছেদের জন্য তাদেরকে পর্যাপ্ত সময় দেয়া হয়নি।

ইএ