১৩ বছরের অভিজ্ঞতার পথচলায় কারখানা

কর্পোরেট
0

উদ্যোক্তাদের ফার্নিচার শিল্পে দক্ষ করে তুলতে ও সেরা মেশিনারিজ সরবরাহে ১৩ বছরের অভিজ্ঞতার পথচলা ‘কারখানার’। দেশের ফার্নিচার শিল্পের উন্নয়নে উদ্যোক্তাদের পাশে থেকে তাদের সফলতা নিশ্চিত করতে ‘কারখানা’ গত ১৩ বছর ধরে নিরলসভাবে কাজ করে চলেছে।

তারই ধারাবাহিকতায় চতুর্থবারের মত ডি৩৭- ডি৩৮ স্টল নাম্বারে ‘কারখানা’ অংশগ্রহণ করছে বাংলাদেশ বিল্ডকন আন্তর্জাতিক এক্সপো ২০২৫ ইভেন্টে।

এই দীর্ঘ সময়ে ‘কারখানা’ সেরা মানের মেশিন সরবরাহ, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ফার্নিচার শিল্পে প্রযুক্তিগত পরিবর্তনের এক নতুন অধ্যায় রচনা করেছে।

কারখানা এর কার্যক্রমে উদ্যোক্তারা শুধু আধুনিক মেশিনারিজ কিনতে পারেননি বরং দক্ষ হয়ে উঠেছেন ফার্নিচার শিল্পে।

সিএনসি মেশিন, এজিং মেশিন, বোরিং মেশিনসহ বিভিন্ন উচ্চ প্রযুক্তি সম্পন্ন মেশিন সরবরাহের পাশাপাশি কারখানা দেশব্যাপী সঠিক ব্যবহারিক প্রশিক্ষণ এবং টেকনিক্যাল সাপোর্ট প্রদান করেছে। এর ফলে ফার্নিচার শিল্পে দেশীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনে সক্ষম হয়েছেন।

এই পথচলায় ‘কারখানা’ সারা দেশে ১০০ উপরে ও বেশি উদ্যোক্তাকে সহযোগিতা করেছে। তাদের মেশিন ও সেবার মানের জন্যই প্রতিষ্ঠানটি আজ একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে।

‘কারখানা’ এর তিনটি সহযোগী ব্র্যান্ড উড মোশন ( Wood Motion), মেটাল মোশন (Metal Motion), গ্লাস মোশন (Glass Motion) বিভিন্ন সেক্টরে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবনী সমাধান প্রদান করে আসছে।—প্রেস বিজ্ঞপ্তি

ইএ