দেশে এখন
0

সীমান্তে অস্থিরতা: চোরাচালান বন্ধে পদক্ষেপের পাশাপাশি গ্রামবাসীকে সচেতন করার তাগিদ

বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি আর বিএসএফের সহিংস আচরণে অস্থির হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তের চোরাচালান বন্ধে নিতে হবে কঠোর পদক্ষেপ । এছাড়া অস্থিরতা বন্ধে গ্রামবাসীকে সচেতন করার তাগিদ তাদের।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী উপজেলা শিবগঞ্জ। ভারতের সাথে এ উপজেলার ৮৫ কিলোমিটারের সীমানায় কাঁটাতারের বেড়া রয়েছে প্রায় ৭৭ কিলোমিটার। শুধু শিবগঞ্জের কিরণগঞ্জ ও চৌকা বিওপির মাঝে এক হাজার ২০০ গজ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। যদিও সীমান্ত আইন ভেঙে সেখানে বেড়া দিতে চায় ভারত। গেল ৮ জানুয়ারি বিজিবির প্রতিরোধে এ কাজে ব্যর্থ হয় ভারতের সীমান্ত বাহিনী।

স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে এমন পরিস্থিতি। নিয়মরক্ষা না করেই সীমান্তে মাটি ফেলে উঁচু প্রাচীর করেছে বিএসএফ। যেখানে কাটা তারের বেড়া দিতে চায় তারা। যা বাংলাদেশি কৃষকদের জন্য ঝুঁকিপূর্ণ।

স্থানীয় একজন বলেন, 'কোথাও ৫০ গজ আবার কোথাও ২০ গজ ছেড়ে ছেড়ে হাসিনার আমলে মাটি তুলে নিয়ে উঁচু করেছে। আর এখন সেখানে কাঁটাতারের বেড়া দিতে চায়।'

স্থানীয় অন্য একজন বলেন, 'আমাদের এখানে একটা কৃষক যাবে, তাকে গুলি করে মেরে নিয়ে চলে গেলো ওদের কাঁটাতারে। আমরা তো সেটা হতে দিবো না।'

শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. রুহুল আমিন বলেন, 'ভারতের এই আগ্রাসী মনোভাব, টা তাদের অন্তর্নিহিত বিষয়।'

বিজিবি অধিনায়ক বলছে, সীমান্তে চলাচলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাইকিং ও সমাবেশে সকলকে সচেতন করা হয়। তবে এ অস্থিরতা রুখতে সম্মিলিতভাবে শৃঙ্খলার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন বলছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ৫৯ বিজিবির অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, 'ফসলের ক্ষতি কেউ না করে। কারণ হচ্ছে একটা বছরের একটা সিজনের ফসল। যদি উৎসুক জনতা, এ এলাকায় ক্ষতি হয় কৃষকের সেজন্য স্থানীয় মেম্বার ছিলেন, চেয়ারম্যানরা ছিলেন। তারাও জনগণের সাথে একসাথে মিলে কাজ করবে। সবাই যদি আমরা একসাথে কাজ করি তাহলে সীমান্তের পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং স্বাভাবিক পরিস্থিতিটা আমরা সামনে আরও কন্টিনিউ করতে চাই।'

চলতি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুই বিওপিতে ভারতীয় সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি হলো বাংলাদেশের গ্রামবাসীরা।

এসএস