এখন জনপদে
0

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও শঙ্কিত স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও, শঙ্কিত অবস্থায় চৌকা গ্রামের বাসিন্দারা। রাতভর নানা শঙ্কা শেষে সচেতন অবস্থায় গ্রামবাসী। যে কোনো উসকানি প্রতিহত করতে ঐক্যবদ্ধ অবস্থানে তারা।

আজ (রোববার, ১৯ জানুয়ারি) সকাল থেকে সীমান্ত এলাকার কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধার করেছেন। সাথে অবশিষ্ট ফসল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

গ্রামবাসীরা জানান, উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে ঐক্যবদ্ধ রয়েছেন তারা। যোগাযোগ রাখছেন বিজিবির সাথেও।

এদিকে, গ্রাম ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ ফসলের ক্ষেত থেকে কৃষকদের সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে, শনিবার (১৮ জানুয়ারি) ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দু'দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ভারতীয়দের ছোঁড়া ইটপাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন।

ইএ