মিলের শ্রমিক-কর্মচারীরা জানান, হঠাৎ বিকট শব্দে রাত আড়াইটার দিকে সুগার মিলের মূল কারখানার টারবাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে যন্ত্রাংশের কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় আখ মাড়াই ও চিনি উৎপাদন কার্যক্রম। তবে টারবাইনটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিলের শ্রমিক-কর্মচারীরা।
এদিকে, মিল কর্তৃপক্ষ জানায়, টারবাইন মেরামতে অনেক সময় লাগবে। তবে বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা।