ফুটবল
এখন মাঠে
0

জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি বড় ব্যাপার: জামাল ভূঁইয়া

আবাহনীর সঙ্গে দ্বন্দ্বে ঘরোয়া ফুটবলে খেলতে না পেরে ডেনমার্কের একটি ক্লাবে অনুশীলন করেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ঢাকা আবাহনীর বিরুদ্ধে তার অভিযোগের ৪ মাস পেরোলেও, দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে। এদিকে, জাতীয় দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিকে বড় ব্যাপার বলছেন বাংলাদেশ অধিনায়ক।

বিপিএল এবং ফেডারেশন কাপ নিয়ে ব্যস্ত সময় পার করছে ঘরোয়া ফুটবল। অথচ বাংলাদেশের কোনো ক্লাবেই খেলার সুযোগ হয়নি অধিনায়ক জামাল ভূঁইয়ার। কারণ, ঢাকা আবাহনীর সঙ্গে চুক্তির পর অর্থ নিয়ে দর কষাকষিতে দলবদলের সময় ফেডারেশনে তার নাম জমা দেয়নি ক্লাবটি। পরে ব্রাদার্স ইউনিয়নে তিনি যোগ দিলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় গোপীবাগের ক্লাবটির পক্ষে নিবন্ধন করা সম্ভব হয়নি।

এ নিয়ে ঢাকা আবাহনীর বিরুদ্ধে ফুটবল ফেডারেশনে অভিযোগ করেন জামাল ভূঁইয়া। তবে, চার মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি বাফুফে।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আবাহনীর যেটা হয়েছে সেটা হয়ে গিয়েছে। এখন কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না। এইটা ওরা ডিসিশন নিয়েছে।’

ঘরোয়া আসরগুলোতে খেলতে না পেরে, বেশ কয়েকদিন জন্মভূমি ডেনমার্কে অবস্থান করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার দাবি, ঘরোয়া লিগ না খেললেও ফুটবলের সঙ্গেই ছিলেন। নিয়মিত করেছেন অনুশীলন। দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে মাঠে নামার কথা তার।

তিনি বলেন, ‘১০ দিনের মধ্যে কনফার্ম করবে। ডেনমার্কে ছিলাম এতদিন। সেখানে লোকাল একটা ক্লাবের সাথে অনুশীলন করেছি, সেখানেই খেলছি।’

এদিকে, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলার কথা রয়েছে হামজা চৌধুরীর। ইংলিশ লিগে খেলা ফুটবলারের অন্তর্ভুক্তিতে আনন্দিত বাংলাদেশ অধিনায়ক।

জামাল বলেন, ‘বড় ব্যাপার। হামজা সব থেকে বড় লেবেলে খেলছে। প্রিমিয়ার লীগে খেলছে। হামজা আরো তিন চার জন থাকলে দেশের জন্য ভালো হবে।’

শনিবার বাফুফেতে এএফসি ‘এ’ লাইসেন্স কোর্সে অংশ নেন জামাল ভূঁইয়া। এই ফাঁকে বাফুফে ফুটবল অ্যাকাডেমির ক্ষুদে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

ইএ