এখন জনপদে
রাজনীতি
0

‘ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি’

ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

আজ (শনিবার, ১৮ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জেলা ও মহানগর পর্যায়ের কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ঘুষখোর, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি।’

সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর মাদ্রাসা ময়দানে জড়ো হন জামায়াত ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সকাল ৯টার দিকে কর্মী সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর শহীদ সাকিব আনজুমের বাবা সাইদুল হক।

সকাল ১১টার দিকে মঞ্চে ওঠেন জামায়াতের আমীর। পরে একে একে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ইএ