চুক্তি নবায়নের ফলে আগামী ২০৩৪ সাল পর্যন্ত ইতিহাদে থাকছেন হালান্ড। আর চুক্তির মাধ্যমে আগের সব রিলিজ ক্লজ বাতিল হয়েছে। ২৪ বছর বয়সী হালান্ড আগের চুক্তি অনুযায়ী সাপ্তাহিক বেতন পেতেন পৌনে চার লাখ পাউন্ড । পুরোনো চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত সিটিতে থাকার কথা ছিল হালান্ডের।
নতুন চুক্তি যখন শেষ হবে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ডের বয়স হবে ৩৪ বছর। ২০২২ সালে ৫১ মিলিয়ন পাউন্ডের রিলিজ ক্লজে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড ১২৬ ম্যাচে করেছেন ১১১টি গোল।