শিপিং এজেন্টস কর্তৃপক্ষ জানায়, মিয়ানমারের ইয়াংগুন বন্দর থেকে রওনা হয়ে গেল রাতে এমভি গোল্ডেন স্টার নামের চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।
আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) দুপুরে বন্দরের জেনারেল কার্গো বার্থের ৯ নম্বর জেটিতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে চাল খালাস শুরু হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানায়, সরকার মিয়ানমার থেকে ১ লাখ ৫ হাজার টন চাল ক্রয়ের চুক্তি করেছে। ভারতের চালের পাশাপাশি মিয়ানমারের চাল দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে।
এছাড়া নতুন করে পাকিস্তান থেকেও চাল ক্রয়ের চুক্তি হয়েছে।