মূলত পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পোথাস। যদিও ২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল টাইগার এই সহকারী কোচের।
এর আগে ২০২৩ সালে তৎকালীন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয় প্রোটিয়া এই কোচকে।
গেলো বছরের অক্টোবরে হাথুরু চলে যাওয়ার পর পোথাস সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দায়িত্ব পালন করেন। সেই সিরিজে টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
জানা যায় সেই সিরিজের পর বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব ছাড়ার কথা ক্রিকেট বোর্ডকে জানায় নিক পোথাস।