গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

এখন জনপদে
0

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্য কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জানান, মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও সম্ভবত আরো সকালে দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার মাধ্যমে জানা গেছে তারা মোটরসাইকেলে করে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিল।

ধারণা করা হচ্ছে হিরণ্য কান্দি এলাকায় পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। গাড়িটি শনাক্তের পাশাপাশি আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এএইচ