উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

অর্ধশতকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানছেন বাইডেন

যুক্তরাষ্ট্রে অতি ধনী অলিগার্করা শিকড় গেড়ে মার্কিনদের গণতন্ত্র ও অধিকার খর্ব করছে। ওভাল অফিসে বিদায়ী ভাষণে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৫ মিনিটের এই ভাষণে মার্কিন ও বিশ্ব রাজনীতির পাশাপাশি উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ুসহ বেশ কিছু বৈশ্বিক প্রসঙ্গ। আগামী সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শেষ হচ্ছে জো বাইডেনের অর্ধশতকের রাজনৈতিক অধ্যায়।

অর্ধশতকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে পঞ্চম ও শেষ ভাষণে তুলে ধরেন যুক্তরাষ্ট্রের অতীত ও বর্তমান। উৎকণ্ঠা প্রকাশ করেন ভবিষ্যৎ নিয়ে।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন জো বাইডেন। এ প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট জানান, অতি ধনী অলিগার্করা দেশে শিকড় গেড়েছে। প্রযুক্তি ব্যবসায়ী ও শিল্পপতিরা দেশের গণতন্ত্র ও অধিকারকে খর্ব করছে। ছড়িয়ে দিচ্ছে মিথ্যা ও অপতথ্য। ক্ষমতার এই ভারসাম্যহীনতা জাতির বিপদ ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন তিনি। তবে একবারও উত্তরসূরি ট্রাম্পের নাম উচ্চারণ করেননি বাইডেন।

জো বাইডেন বলেন, 'অতি ধনী কিছু ব্যক্তির হাতে ক্ষমতা চলে যাচ্ছে। যদি ক্ষমতার প্রয়োগ অনিয়ন্ত্রিত হয়, তাহলে ভয়াবহ বিপদ আসবে। যুক্তরাষ্ট্রের অলিগার্কদের সম্পদ, ক্ষমতা ও প্রভাব আমাদের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার জন্য হুমকি তৈরি করবে।'

১৫ মিনিটের ভাষণে উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ুসহ বেশ কিছু বৈশ্বিক প্রসঙ্গ। জানান, বিশ্বকে রক্ষার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সকে মানবকল্যাণে ব্যবহারের জন্য সম্মিলিত প্রয়াস প্রয়োজন। অন্যদিকে বিত্তশালীরা ক্ষমতার প্রভাব খাটিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি।

জো বাইডেন বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অধিকার, জীবন, গোপনীয়তা ও জাতিকে সুরক্ষিত করার বিষয়টি হুমকির মুখে ফেলতে পারে। আমাদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে এআইকে মানবকল্যাণে ব্যবহার উপযোগী করে তুলতে হবে।'

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ সিনেটর হিসেবে মাত্র ৩০ বছর বয়সে মার্কিন রাজনীতিতে পদার্পণ করেন জো বাইডেন। আর বিদায় নিচ্ছেন ৮২ বছর বয়সে, দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শেষ হচ্ছে জো বাইডেন অধ্যায়।

এসএস